Thursday, June 3, 2021

সহকারি গ্রন্থাগারিক ও প্রভাষক গ্রন্থাগার পদে NTRCA-র মাধ্যমে নিয়োগ

 

edutechinfobd.blogspot.com

 

গত ৩১ মে, ২০২১ খ্রিস্টাব্দে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়। আদেশটির বিষয় অংশে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীতিমালা-২০২১ অনুসারে সহকারী শিক্ষক (গ্রন্থ তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক পদ দুটি অন্যান্য প্রবেশ পর্যায়ের অর্থাৎ এন্ট্রি লেভেল শিক্ষকের ন্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ- এর মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রদান।

 

 আদেশটির বিস্তারিত অংশে  উল্লেখ করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীতিমালা-২০২১, তারিখ: ২৮ মার্চ, ২০২১ অনুসারে সহকারী শিক্ষক (গ্রন্থাগার তথ্য বিজ্ঞান) [পূর্বের পদ-সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার] এবং  গ্রন্থাগার প্রভাষক [পূর্বের পদ- গ্রন্থাগারিক] এর পদ ০২টি-তে  নিয়োগের ক্ষেত্রে অন্যান্য প্রবেশ পর্যায়ের  শিক্ষকের ন্যায়  বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ ( এনটিআরসিএ) এর মাধ্যমে নিবন্ধন পরীক্ষা গ্রহণ উত্তীর্ণদের সনদ প্রদানসহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার অনুকূলে নিয়োগ সুপারিশ করতে হবে।

 

 এতে আরও বলা হয়, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অংশ হিসেবে দুটি পদে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে, আদেশ জারির আগে বিধি মোতাবেক যাদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তারা যথাযথ প্রক্রিয়ায় পূর্বের নিয়মে এমপিওভুক্ত হতে পারবেন।

 

আদেশটির  তিন নম্বর নিয়মে উল্লেখ করা হয়, আদেশ জারির পর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডি/ এডহক কমিটি কর্তৃক উল্লেখিত দুটি পদে আর কোন নিয়োগ প্রদান করা যাবে না। আদেশ জারির পর  বর্ণিত ০২টি পদে  ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডি/এডহক কমিটি কর্তৃক নিয়োগ প্রদান করা হলে তা অবৈধ নিয়োগ বলে বিবেচিত হবে এবং তারা কোনোভাবেই এমপিওভুক্তির আওতায় আসবে না। 

 

এর আগে ২০২১ সালের ২৮ মার্চ বেসরকারি শিক্ষক নিয়োগ জনবল কাঠামো নীতিমালা-২০২১  চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর এই নীতিমালায় সহকারি গ্রন্থাগারিক পদটিকে সহকারী শিক্ষক পদে এবং গ্রন্থাগারিক পদটিতে গ্রন্থাগার প্রভাষক পদে পরিবর্তন করা হয়।  শিক্ষকদের পক্ষ থেকে বিষয়টিকে সাধুবাদ জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে দুটি পদে নিয়োগের ক্ষেত্রে যে ধরনের অসদুপায় অবলম্বন করা হতো বা নিয়োগকৃতদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হতো তা দূর হবে। নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো দুর্নীতি বা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে না। পদ  দুটিতে নিয়োগকৃতরা পাবেন শিক্ষকের পূর্ণ মর্যাদা। পেশাগত দিক থেকে ব্যক্তি পর্যায়ে আরো দক্ষতা বাড়বে এবং একই সাথে বাড়বে দুটি বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ। 

 

নিয়োগের আদেশ ডাউনলোড করুন এমপিও নীতিমালা-২০২১ ডাউনলোড করুন 

 

 

0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__